শাকুর মাহমুদ চৌধুরী
কক্সবাজারের উখিয়া উপজেলার রুমখাঁ পালং ইসলামিয়া আলিম মাদ্রাসার সাবেক সিনিয়র শিক্ষক, জালিয়া পালং ইউনিয়নের পশ্চিম পাইন্যাশিয়া নিবাসী, প্রবীণ আলেমেদ্বীন হযরত মাওলানা মোজাহেরুল ইসলাম আর নেই।
তিনি ১৫ এপ্রিল ২০২৫ (মঙ্গলবার) দিবাগত রাত ১টা ৪০ মিনিটের সময় কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল প্রায় ৮৮ বছর।
হযরত মাওলানা মোজাহেরুল ইসলাম ছিলেন একজন সুদক্ষ, মেধাবী ও গুণী শিক্ষক। দীর্ঘদিন রুমখাঁ পালং ইসলামিয়া আলিম মাদ্রাসায় সিনিয়র শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করে শিক্ষার আলো ছড়িয়ে দিয়েছেন অগণিত ছাত্র-ছাত্রীর মাঝে। তার সততা, নিষ্ঠা ও আদর্শ শিক্ষকতার মাধ্যমে প্রতিষ্ঠানটি পেয়েছে এক শক্ত ভিত।
শুধু শিক্ষকতা নয়, ইসলামী দাওয়াত ও দ্বীনের কাজেও তিনি ছিলেন নিবেদিতপ্রাণ। সমাজে ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠায় তার অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে। তার ইন্তেকালে এক আলোকিত অধ্যায়ের অবসান ঘটেছে। এলাকাবাসী ও মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে নেমে এসেছে গভীর শোকের ছায়া।
মাদ্রাসা কর্তৃপক্ষ, সহকর্মী শিক্ষকবৃন্দ এবং এলাকার ধর্মপ্রাণ মানুষজন হযরত মাওলানার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে তার পরিবার-পরিজনের প্রতি সমবেদনা জানিয়েছেন। তারা মহান আল্লাহর দরবারে দোয়া করেন—আল্লাহ তায়া’লা যেনো তাকে জান্নাতুল ফেরদৌসের সর্বোচ্চ মাকাম দান করেন, আমীন।
পারিবারিক সূত্রে জানা যায়, হযরতের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে ১৫ এপ্রিল (মঙ্গলবার) দুপুর ২টায় জালিয়া পালং সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে, চেরাং স্টেশন এলাকায়।
সমাজে এমন এক আলোকিত মানুষকে হারিয়ে পুরো উখিয়া আজ শোকাহত। তার অবদান ও স্মৃতি চিরকাল থাকবে এ এলাকার মানুষের হৃদয়ে।
আল্লাহ পাক হুজুরের কবরকে জান্নাতুল ফেরদৌসের বাগান বানিয়ে দিন—আমীন আল্লাহুম্মা আমীন।