গাজীপুর প্রতিনিধি
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার আলোচনা সভা, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
গতকাল ৩০ মার্চ (শনিবার)উপজেলার মধ্যপাড়া ইউনিয়ন বাংলাদেশ জাতীয়বাদী ও অঙ্গসংগঠনের উদ্যোগে ঠাকুরপাড়ায় এ আয়োজন করা হয়।
এ্যাড. দেওয়ান জাকির হোসেন লোবান, যুগ্ম সম্পাদক কালিয়াকৈর উপজেলা বিএনপি’ সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভিপি মোহাম্মদ হেলাল উদ্দিন, সভাপতি, বিএনপি কালিয়াকৈর উপজেলা শখা। বিশেষ অতিথি ছিলেন, আনম খলিলুর রহমান ইব্রাহিম সহ-সভাপতি, গাজীপুর জেলা বিএনপি ও কৃষকদল কেন্দ্রীয় কমিটি।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, পারভেজ আহম্মেদ, সম্পাদক, কালিয়াকৈর উপজেলা বিএনপি।
এসময় আলোচনা সভায় বক্তারা তাদের কারাবরণের কথা বক্তব্যে তুলে ধরেন।
এছাড়াও উপস্থিত ছিলেন, জেলা যবদল নেতা, আনোয়ার হোসেন, সেচ্ছাসেবক দলের নেতা ফরহাদ হোসেনসহ মধ্যপাড়া ইউপি বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দগণ।
পবিত্র কোরআন তেলাওয়াত দিয়ে অনুষ্ঠান শুরু হয় এবং দোয়া ও ইফতার বিতরণ মধ্যদিয়ে শেষ হয়।