• মঙ্গলবার, ০১ এপ্রিল ২০২৫, ১২:৩৪ পূর্বাহ্ন

চাপে পড়ে বিয়ে, টাকায় মীমাংসা চান সেই ওসি

বাংলাপত্রিকা অনলাইন ডেস্ক / ৫৭৭ পাঠক
আপডেট রবিবার, ২১ জানুয়ারি, ২০২৪
ছবি: অভিযুক্ত ওসি মিজানুর ইসলাম

অনলাইন ডেস্ক ।। বাংলাপত্রিকা.কম

রিসোর্টে রেখে চাপে পড়ে বিয়ের পর কলেজছাত্রী স্ত্রীকে গ্রামের বাড়ি মানিকগঞ্জে পাঠিয়ে দিয়েছেন গাজীপুরের জয়দেবপুর থানার সদ্য সাবেক ওসি সৈয়দ মিজানুর ইসলাম। এর আগে ওই কলেজছাত্রীকে গাজীপুরের পুলিশ সুপারের কাছে দেওয়া অভিযোগ প্রত্যাহারের জন্য চাপ প্রয়োগ করেন। এ জন্য কলেজছাত্রীকে নির্যাতন করা হয় এবং মেয়ের নির্যাতন দেখে মা অসুস্থ হয়ে পড়েন। পরে মাকে গাজীপুরের একটি হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। গতকাল শনিবার ওই কলেজছাত্রী মোবাইল ফোনে দেশ রূপান্তরকে এসব তথ্য জানান।

সৈয়দ মিজানুর ইসলামের সদ্যবিবাহিত কলেজছাত্রী স্ত্রী বলেন, বৃহস্পতিবার রাতে তাকে বিয়ের পর গাজীপুর শহরে ফেলে রেখে মিজানুর প্রথম স্ত্রী-সন্তানদের নিয়ে চলে যান। পরে কলেজছাত্রী তার মাকে নিয়ে সারা রাত জয়দেবপুর থানায় অবস্থান করেন। মিজানুরের মোবাইল ফোনে দফায় দফায় কল দিলেও রিসিভ করেননি। পরে শুক্রবার দুপুরে মিজানুর থানায় গিয়ে কলেজছাত্রী স্ত্রীকে বকাঝকা করেন। তাকে পাঁচ লাখ টাকা দিয়ে তালাক এবং পুলিশ সুপারের কাছে দেওয়া অভিযোগ প্রত্যাহারে চাপ প্রয়োগ করা হয়। বিকেলে মিজানুর তাকে ও তার মাকে থানার কাছে মনিপুর এলাকার একটি বাসার দোতলায় নিয়ে রাখেন। ওই বাসায় কলেজছাত্রীকে শারীরিক নির্যাতন করা হয়। তার মোবাইল ফোন কেড়ে নেওয়ার চেষ্টা করেন। একপর্যায়ে মেয়ের ওপর নির্যাতন দেখে মা অসুস্থ হয়ে পড়েন। তাকে স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। সন্ধ্যার দিকে কলেজছাত্রী গাজীপুরের পুলিশ সুপার কাজী শফিকুল আলমের মোবাইল ফোনে কল করে বিষয়টি অবহিত করেন। পরে তাদের মানিকগঞ্জে গ্রামের বাড়িতে পাঠিয়ে দেন পুলিশ কর্মকর্তা মিজানুর। বাড়িতে যাওয়ার পর কলেজছাত্রীর মা ফের অসুস্থ হয়ে পড়লে তাকে মানিকগঞ্জের একটি হাসপাতালে ভর্তি করা হয়। বিকেলে মাকে বাসায় নেওয়া হয়।

কলেজছাত্রী অভিযোগ করে আরও বলেন, তার স্বামী সৈয়দ মিজানুর ইসলাম অনবরত তাকে চাপ দিচ্ছেন। প্রয়োজনে ২০ লাখ টাকা নিয়ে তালাক দিয়ে বিষয়টি মীমাংসা করতে বলছেন। অন্যথায় তার বড় ধরনের ক্ষতি করার হুমকি দেওয়া হচ্ছে। তার প্রতি মিজানুর ইসলাম অবিচার ও অন্যায় করেছেন বলেও তিনি অভিযোগ করেন। তিনি তার বিচার দাবি করেন।

এ ব্যাপারে বক্তব্য জানতে ওসির দায়িত্ব থেকে প্রত্যাহার হওয়া সৈয়দ মিজানুর ইসলামের মোবাইল ফোনে একাধিকবার কল করা হলেও তিনি সাড়া দেননি।

জয়দেবপুর থানার পুলিশ কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, মিজানুর ইসলাম গাজীপুরেই অবস্থান করছেন।

বার্তা বিভাগ


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরোও