• মঙ্গলবার, ০১ এপ্রিল ২০২৫, ০২:৩৭ পূর্বাহ্ন

অবহেলা

বিপুল চন্দ্র রায়।।(রাজারহাট)কুড়িগ্রাম: / ১০ পাঠক
আপডেট শনিবার, ৮ মার্চ, ২০২৫

বিপুল চন্দ্র রায়।।(রাজারহাট)কুড়িগ্রাম:

 

আমৃত্যু তুমি কি আমার পাশে থাকবে,

এই কথা বলা মানুষটাই একদিন

ভুল বুঝে চলে গেছে বহুদূরে।

অথচ  বুকের জমিনে এঁকেছি কত স্বপ্ন

তাঁকে পাবার আশায় কত দিনরাত করেছি নষ্ট।

এই জীবনে  ফুটলোনা ভালোবাসার ফুল,

এই জীবনে তাঁকে ভালোবেসে করেছি ভুল।

খুব নির্মম, নিদারুণ,কষ্ট নিয়ে বেঁচে থাকা

মানুষটাই জানে

প্রিয় মানুষের অবহেলার কথা।

অর্থের শূন্যতায় মানুষ ভেঙ্গে পড়ে

হয়তো ক্ষণিকের জন্য

কিন্তু যত্নের শূন্যতায়  সারাজীবন

মানুষ বেঁচে থেকেও রোজ মরে।

শুধু প্রিয় মানুষের অবহেলার কারণে।

সাজ্জাতুল জামান / বার্তা  বিভাগ


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরোও