• শুক্রবার, ০৯ জানুয়ারী ২০২৬, ০৯:২১ অপরাহ্ন

প্রথম আলো ও ডেইলি স্টার সাময়িক বন্ধ ঘোষণা

বাংলাপত্রিকা অনলাইন ডেস্ক / ১৪ পাঠক
আপডেট শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫

‎ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও জুলাইযোদ্ধা শরিফ ওসমান হাদির মৃত্যুকে কেন্দ্র করে প্রথম আলো ও ডেইলি স্টারের অফিসে হামলার ঘটনা ঘটেছে। এর জেরে প্রকাশিত হয়নি পত্রিকা দুটি। বন্ধ আছে তাদের অনলাইন সংস্করণও।

শুক্রবার সকালে ‘পাঠকের প্রতি’ শিরোনামে একটি লেখায় প্রথম আলো জানিয়েছে, বিগত রাতে তাদের কার্যালয় হামলা শিকার হওয়ায় এর স্বাভাবিক কার্যক্রম চালিয়ে যাওয়া সম্ভব হয়নি। আর তাই আজ প্রথম আলো ছাপা পত্রিকা প্রকাশ করা যায়নি।

পত্রিকাটি আরো জানায়, পাঠকদের কাছে এ জন্য আমরা আন্তরিক দুঃখ প্রকাশ করছি। যতটা দ্রুত সম্ভব ক্ষতিগ্রস্ত কারিগরি ব্যবস্থা পুনরুদ্ধার করে প্রথম আলোর অনলাইন ও পত্রিকার প্রকাশ শুরু করা হবে। এ বিষয়ে আমরা পাঠকদের সহযোগিতা প্রার্থনা করছি।

একই ধরনের একটি বিজ্ঞপ্তি দিয়েছে দ্য ডেইলি স্টারও। পত্রিকাটির অনলাইন সংস্করণে দেয়া সেই বিজ্ঞপ্তিতে লেখা হয়েছে, আগের রাতে পত্রিকাটির অফিসে ভাঙচুরের পর সাময়িক সময়ের জন্য ডেইলি স্টারের প্রকাশনা ব্যাহত হচ্ছে।

অনলাইন সার্ভিস পুনরায় শুরু করার আগ পর্যন্ত পাঠকদের প্রতি দুঃখ প্রকাশ করে ধৈর্য ধরার আহ্বান জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরোও