ভারত সফরের সূচিতে শেষ মুহূর্তে বড় পরিবর্তন আনেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি। কলকাতা, হায়দরাবাদ ও মুম্বাই ঘুরে দিল্লি যাওয়ার কথা থাকলেও সেখান থেকে তিনি সরাসরি পাড়ি জমান গুজরাটের জামনগরে। মুকেশ আম্বানির ছেলে অনন্ত আম্বানির আমন্ত্রণে তিনি যান বনতারায়। এই সফরের নানা মুহূর্ত ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলেও সবচেয়ে বেশি আলোচনায় এসেছে মেসিকে দেওয়া এক ব্যতিক্রমী উপহার।
বনতারায় গিয়ে মেসিকে দেখা যায় পূজা দিতে, বন্যপ্রাণী বিশেষ করে সিংহ দেখতেও। পুরো সময়জুড়ে তার সঙ্গে ছিলেন আর্জেন্টিনা সতীর্থ রদ্রিগো দি পল ও উরুগুয়ের তারকা লুইস সুয়ারেজ। সফরের এক পর্যায়ে অনন্ত আম্বানি মেসিকে উপহার দেন একটি অত্যন্ত দুর্লভ ও দামী ঘড়ি, যা ঘিরেই এখন আলোচনার কেন্দ্রবিন্দু।
অনন্ত আম্বানি মেসিকে উপহার হিসেবে দেন রিচার্ড মিলির তৈরি RM 003-V2 GMT Tourbillon Asia Edition মডেলের একটি ঘড়ি। আন্তর্জাতিক বাজারে এই ঘড়ির মূল্য আনুমানিক ১২ লাখ মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় সাড়ে ১৪ কোটি টাকার বেশি। বিশ্বজুড়ে এই মডেলের ঘড়ি রয়েছে মাত্র ১২টি, যা একে আরও বিরল করে তুলেছে।
বনতারায় মেসির হাতে এই ঘড়ি দেখা যাওয়ার পর থেকেই বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়। যদিও বিলাসবহুল ঘড়ির সংগ্রহে মেসি নতুন নন। তার কালেকশনে রয়েছে রোলেক্স লে মানস (১৮ ক্যারেট সোনার তৈরি), রোলেক্স জিএমটি মাস্টার-২, অডেমার্স পিগেট রয়্যাল ওক ‘জাম্বো’ এক্সট্রা থিন এবং বার্বি রোলেক্সের মতো একাধিক দামী ঘড়ি।
তবু সীমিত সংস্করণের এই রিচার্ড মিলি ঘড়ি মেসির সংগ্রহে যোগ হওয়ায় ভক্ত ও ঘড়িপ্রেমীদের মধ্যে তৈরি হয়েছে নতুন কৌতূহল।