• সোমবার, ১২ জানুয়ারী ২০২৬, ০৫:২৯ পূর্বাহ্ন

বাংলাদেশের প্রকৃত নায়ক মুক্তিযোদ্ধারা: তানজিম সাকিব

নিজস্ব প্রতিবেদক / ১৫ পাঠক
আপডেট শুক্রবার, ১২ ডিসেম্বর, ২০২৫

ডিসেম্বর বিজয়ের মাস। এই মাসে মুক্তিযোদ্ধাদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে অনুভূতি প্রকাশ করেছেন জাতীয় দলের পেসার তানজিম হাসান সাকিব।

সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি বলেন, দেশের আসল নায়ক হচ্ছেন মুক্তিযুদ্ধে অংশ নেওয়া সাহসী মানুষগুলো।

শুক্রবার (১২ ডিসেম্বর) সকাল ১১টার দিকে নিজের ফেসবুকে তিনি লিখেন, মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাদের নিয়ে তিনি অপরিসীম গর্ব অনুভব করেন। কোনো আনুষ্ঠানিক প্রশিক্ষণ বা যুদ্ধের অভিজ্ঞতা না থাকা সত্ত্বেও দেশকে রক্ষার টানে তারা অস্ত্র তুলে নিয়েছিলেন এ বিষয়টি তাকে সবচেয়ে বেশি অনুপ্রাণিত করে।

তানজিম আরও উল্লেখ করেন, যারা বাঙালি জাতিকে ভীতু মনোভাব থেকে সাহসী হিসেবে গড়ে তুলেছেন, তাদের কারণেই তিনি আজ আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের পতাকা তুলে ধরার সুযোগ পাচ্ছেন। তার ভাষায়, মুক্তিযোদ্ধারাই বাংলাদেশের প্রকৃত হিরো ও প্রকৃত সেলিব্রিটি।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরোও