• শুক্রবার, ০৯ জানুয়ারী ২০২৬, ০১:৩১ পূর্বাহ্ন

কানের নিচে গুলি লেগেছে হাদির, অবস্থা আশঙ্কাজনক

নিজস্ব প্রতিবেদক / ২০ পাঠক
আপডেট শুক্রবার, ১২ ডিসেম্বর, ২০২৫

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে গুলি করেছে দুর্বৃত্তরা। তার বাম কানের নিচে গুলি লেগেছে বলে জানা গেছে।

শুক্রবার (১২ ডিসেম্বর) জুমার নামাজের পর রাজধানীর পল্টনের বিজয়নগর এলাকায় দুর্বৃত্তরা তাকে গুলি করে। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

হাসপাতাল সূত্রে জানা গেছে, দুপুরের আড়াইটার পরপরই গুলিবিদ্ধ শরিফ ওসমান হাদিকে ঢামেক হাসপাতালে আনা হয়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক বিষয়টি নিশ্চিত করে সাংবাদিকদের জানান, হাদির বাম কানের নিচে গুলি লেগেছে। তিনি আরও বলেন, তার অবস্থা আশঙ্কাজনক।

এ বিষয়ে জানতে চাইলে পুলিশের রমনা বিভাগের ডিসি মাসুদ আলম বলেন, ‘আমি শুনেছি, তিনি গুলিবিদ্ধ হয়েছেন। তবে ঠিক কোথায় ঘটনাটি ঘটেছে, সে বিষয়ে আমরা এখনো বিস্তারিত জানি না।’


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরোও