• সোমবার, ০৫ জানুয়ারী ২০২৬, ১১:৪২ পূর্বাহ্ন

যমুনা ঘেরাও কর্মসূচিতে পুলিশের লাঠিচার্জ, আহত ১২

নিজস্ব প্রতিবেদক / ১৭ পাঠক
আপডেট বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর, ২০২৫

বিদেশি কোম্পানির সঙ্গে বাংলাদেশের বন্দর নিয়ে করা রাষ্ট্রীয় চুক্তির প্রতিবাদে বাম জোটর আয়োজিত যমুনা ঘেরাও কর্মসূচিতে পুলিশের লাঠিচার্জের ঘটনায় ১২ জন নেতাকর্মী আহত হয়েছেন।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) দুপুরে এই ঘটনার পর আহতদের দ্রুত উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে পাঠানো হয়।

আহতদের মধ্যে সিপিবির কেন্দ্রীয় কমিটির সদস্য কাজী রুহুল আমিন (৪৫), বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি জহুর লাল রায় (৩৫), ছাত্র ইউনিয়নের সদস্য অন্ত অবিন্দম (২৫), খিলগাঁও থানার ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক ইমতিয়াজ আহমেদ রাফিন (২৫), ছাত্র ইউনিয়নের সদস্য রাসেল আহমেদ (২৪) এবং অন্যান্য নেতাকর্মীরা রয়েছেন।

এছাড়া বাসদ ও মার্কসবাদী নির্বাহী ফোরামের সদস্য সীমা দত্ত (৫২), সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট ঢাকা মহানগর শাখার সহ-সভাপতি শাহিনুর আক্তার সুমি (২৮), গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের সাধারণ সম্পাদক ফাহিম আহমেদ চৌধুরী (৩০), এবং অন্যান্য নেতারা আহত হয়েছেন।

সিপিবি ইকবাল হোসেন জানান, বাম সংগঠনের পক্ষ থেকে দেশে বিদেশি কোম্পানির সঙ্গে বন্দর পরিচালনার বিষয়ে সরকারের চুক্তির বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে প্রধান উপদেষ্টার কার্যালয় যমুনা ঘেরাও কর্মসূচি আয়োজন করা হয়েছিল। কিন্তু কর্মসূচি শুরু হতেই পুলিশ তাদের বাধা দেয় এবং লাঠিচার্জ করে। এতে ১২ জন নেতাকর্মী আহত হন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, কাকরাইল মোড় থেকে আহতদের দ্রুত উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। পরে চিকিৎসা শেষে তাদের সবাইকে ছেড়ে দেওয়া হয়।

বাম জোটের নেতৃবৃন্দ দাবি করেছেন, এই ধরনের পুলিশি নিপীড়ন গণতান্ত্রিক অধিকার হরণ করার অংশ এবং তারা তাদের আন্দোলন অব্যাহত রাখবেন।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরোও