চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত সিরিজ নির্ধারণী ম্যাচে বাংলাদেশকে মাত্র ১১৭ রানের লক্ষ্য দিয়েছে আয়ারল্যান্ড। প্রথম দুই ম্যাচে আয়ারল্যান্ড কিছুটা চ্যালেঞ্জিং লক্ষ্য স্থাপন করলেও তাদের ব্যাটিং ছিল দুর্বল।
মঙ্গলবার (২ ডিসেম্বর) টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় আয়ারল্যান্ড। তবে তাদের এই সিদ্ধান্ত তাদের জন্য কোনো সুফল বয়ে আনেনি। মাত্র ১৯.৫ ওভারে তাদের পুরো দল অলআউট হয়ে যায় মাত্র ১১৭ রানে। বাংলাদেশকে সিরিজ জেতার জন্য ১১৮ রান তাড়া করতে হবে।
বাংলাদেশের বোলাররা আজ চমৎকার এক পারফরম্যান্স উপহার দেন। পেস এবং স্পিনের সমন্বয়ে আয়ারল্যান্ডের ব্যাটসম্যানরা প্রতিরোধ গড়তে পারেননি। মোস্তাফিজুর রহমান ৩ ওভারে ১১ রান দিয়ে ৩টি উইকেট শিকার করেন। রিশাদ হোসেন ৪ ওভারে ২১ রানে নেন ৩টি উইকেট। শরীফুল ইসলামও দারুণ বোলিং করেন, ৩ ওভারে ২১ রান দিয়ে ২টি উইকেট শিকার করেন। শেখ মাহেদী হাসান এবং মোহাম্মদ সাইফউদ্দিন ১টি করে উইকেট নিয়েছেন।
আয়ারল্যান্ডের ব্যাটিংয়ে একমাত্র পল স্টার্লিং ছিলেন কিছুটা প্রতিরোধমূলক, ২৭ বলে ৫টি চার ও ১টি ছক্কায় ৩৮ রান করেন তিনি। জর্জ ডকরেল ২৩ বলে ২টি চার মারেন ১৯ রান করার পর টেক্টর (১৭) ও ডেলানি (১০) দলের জন্য কিছুটা রান যোগ করেন, কিন্তু তা ছিলো অপ্রতুল।
এখন বাংলাদেশের সামনে ১১৭ রান তাড়া করার চ্যালেঞ্জ। দলের বোলিংয়ের এমন দাপুটে পারফরম্যান্সের পর এই লক্ষ্য তাড়া করে সিরিজ জয় করবে কিনা, সেটাই দেখার বিষয়।