বেলাব (নরসিংদী) প্রতিনিধিঃ
বিন্নাবাইদ ইউনিয়নের ২নং ওয়ার্ডে বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে তিনবারের সাবেক সফল প্রধানমন্ত্রী, আপোষহীন নেত্রী দেশমাতা বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে ইউনিয়নের কাঁঠালতলী মোড়ে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিন্যবাইদ ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মোঃ অছিম উদ্দিন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক ছাত্র নেতা জনাব মোঃ মাশেকুর রহমান (লিটন)। এছাড়াও উপস্থিত ছিলেন ইউনিয়ন শ্রমিক দলের যুগ্ম আহ্বায়ক রুস্তম আলী, শ্রমিক দলের সিনিয়র সহ-সভাপতি মোঃ বাচ্চু মিয়া, যুবদল নেতা আবু সাঈদ, বিএনপি নেতা নবী নেওয়াজ, আলতাফ হোসেনসহ স্থানীয় অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
মাহফিলে বক্তারা বলেন, দেশের চলমান ফ্যাসিবাদী শাসনব্যবস্থার অপতৎপরতা থেকে গণতন্ত্রকে রক্ষা করতে এবং আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইকে বেগবান করতে অভিজ্ঞ দেশপ্রেমিক নেত্রী বেগম খালেদা জিয়ার প্রয়োজনীয়তা অপরিসীম। এ সময় তারা মহান আল্লাহর কাছে বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি কামনা করে দোয়া প্রার্থনা করেন।
দোয়া শেষে দেশের শান্তি, সমৃদ্ধি ও জনগণের অধিকার পুনর্বহালের প্রত্যয় ব্যক্ত করেন নেতৃবৃন্দ।