মাদারীপুর সদর উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের হবিগঞ্জ ব্রিজ সংলগ্ন এলাকায় দ্রুতগামী একটি প্রাইভেটকারের ধাক্কায় সুরাইয়া কাজী (১০) নামে এক স্কুলশিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। একই ঘটনায় মিম কাজী (১২) নামে আরেক শিশু গুরুতর আহত হয়েছে। শুক্রবার (২৮ নভেম্বর) সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটলে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।
স্থানীয়রা জানান, দুটি স্কুলপড়ুয়া শিশু রাস্তা পার হওয়ার সময় বেপরোয়া গতির একটি প্রাইভেটকার তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই সুরাইয়া মারা যায় এবং মিম গুরুতর আহত হয়। খবর পেয়ে আশপাশের মানুষ দ্রুত জড়ো হয়ে ক্ষোভে প্রাইভেটকারটিতে আগুন ধরিয়ে দেয়। এ সময় গাড়িতে থাকা একজনকে আটক করে গণপিটুনির হাত থেকে রক্ষা করে পুলিশের হাতে তুলে দেয়া হয়। তবে দুর্ঘটনার সঙ্গে জড়িত আরও তিনজন দ্রুত পালিয়ে যায় বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।
স্থানীয়দের অভিযোগ, গাড়িচালকসহ প্রাইভেটকারে থাকা যাত্রীরা সবাই মাতাল অবস্থায় ছিলেন এবং তাদের বয়সও মাত্র ১৫–১৬ বছরের মধ্যে। অদক্ষতা ও বেপরোয়া গতির কারণেই এ দুর্ঘটনা ঘটে বলে তাদের ধারণা।
মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আদিল হোসেন বলেন, “দুর্ঘটনার খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি। স্থানীয়দের আটক করে দেয়া একজনকে থানায় নেয়া হয়েছে। দুর্ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।”
তিনি আরও জানান, নিহত সুরাইয়ার লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে এবং আহত শিশুকে হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
পুলিশ প্রাইভেটকারটির মালিকানা, চালকের পরিচয় ও পালিয়ে যাওয়া যাত্রীদের শনাক্তে কাজ করছে। প্রত্যক্ষদর্শীদের বক্তব্য নিয়েও ঘটনার সম্পূর্ণ চিত্র নিশ্চিত করার চেষ্টা চলছে।