• বুধবার, ২৬ নভেম্বর ২০২৫, ০৯:২২ পূর্বাহ্ন
শিরোনাম

এবারও ভূমিকম্পের উৎপত্তিস্থল নরসিংদী

বাংলাপত্রিকা অনলাইন ডেস্ক / ১০ পাঠক
আপডেট শনিবার, ২২ নভেম্বর, ২০২৫

রাজধানীতে আবারও ভূমিকম্প অনুভূত হয়েছে। শনিবার (২২ নভেম্বর) সন্ধ্যা ৬টা ৫ মিনিটের দিকে ২ সেকেন্ড নাগাদ এ কম্পন অনুভূত হয়। তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির বিষয়ে কিছু জানা যায়নি।

প্রাথমিকভাবে ভূমিকম্পের এ তথ্য জানিয়েছে ইউরোপিয়ান মেডিটেরিয়ান সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি)।

জানা যায়, ভূমিকম্পের মাত্রা ৪ দশমিক ৩। উৎপত্তিস্থল নরসিংদী থেকে ১১ কিলোমিটার পশ্চিমে। এর উৎপত্তি ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে।

তবে ইউরোপিয়ান মেডিটেরিয়ান সিসমোলজিক্যাল সেন্টার জানিয়েছে, রিখটার স্কেলে এই ভূমিকম্পের মাত্রা ছিল ৩ দশমিক ৭।

এর আগে আজ সকালে নরসিংদীর পলাশ উপজেলায় মৃদু ভূমিকম্প হয়। সকাল ১০টা ৩৬ মিনিট ১২ সেকেন্ডে ভূমিকম্পটি অনুভূত হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৩ দশমিক ৩।

গতকাল শুক্রবার সকালে ভূমিকম্পের তীব্র ঝাঁকুনিতে রাজধানী ঢাকাসহ সারা দেশ কেঁপে ওঠে। এ ঘটনায় শিশুসহ ১০ জন নিহত ও ছয় শতাধিক ব্যক্তি আহত হয়েছেন।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরোও