আবাসিক প্লট ও ফ্ল্যাট হস্তান্তর–সংক্রান্ত প্রক্রিয়ায় বড় ধরনের সংস্কার এনেছে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়। সেবা সহজীকরণ, দুর্ভোগ ও হয়রানি কমানো এবং দুর্নীতি রোধের লক্ষ্যে বিদ্যমান পদ্ধতি পরিবর্তন করে নতুন প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
রোববার (৯ নভেম্বর) গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
নতুন প্রজ্ঞাপন অনুযায়ী, এখন থেকে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় এবং এর আওতাধীন সংস্থাগুলোর উন্নয়নকৃত ও বরাদ্দকৃত আবাসিক প্লট বা ফ্ল্যাটের ক্ষেত্রে উত্তরাধিকার, ক্রয়, দান বা হেবা সূত্রে নামজারি; হস্তান্তর বা দলিল সম্পাদন ও বাতিল; আম-মোক্তার দলিল সম্পাদন বা বাতিল; এবং ঋণ নেওয়ার অনুমতির জন্য লিজদাতা প্রতিষ্ঠানের অনুমোদন আর নিতে হবে না।
তবে, প্লট বিভাজন বা একাধিক প্লট একত্র করে আয়তন পরিবর্তন কিংবা ব্যবহার শ্রেণি পরিবর্তনের (যেমন মাস্টার প্ল্যান পরিবর্তন) ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি নেওয়ার নিয়ম আগের মতোই বহাল থাকবে।
প্রজ্ঞাপনে বলা হয়, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় এবং এর আওতাধীন বিভিন্ন কর্তৃপক্ষ বা সংস্থা থেকে উন্নয়নকৃত আবাসিক প্লট বা ফ্ল্যাট হস্তান্তর পরবর্তী ব্যবস্থাপনার ক্ষেত্রে সেবা সহজীকরণ, লিজ গ্রহীতাদের দুর্ভোগ ও হয়রানি লাঘব এবং দুর্নীতি দূরীকরণের লক্ষ্যে বিদ্যমান প্রথা ও পদ্ধতি নিম্নরূপে পরিবর্তন করা হলো: