• শুক্রবার, ০৯ জানুয়ারী ২০২৬, ০৯:২৯ অপরাহ্ন

কুষ্টিয়ার গৃহবধূর মৃত্যু, পরিবারের দাবি হত্যা

নিজস্ব প্রতিবেদক / ৯৪ পাঠক
আপডেট শনিবার, ১৬ আগস্ট, ২০২৫

নিজস্ব প্রতিবেদক

কুষ্টিয়ার কুমারখালীতে বিয়ের ছয় মাসের মাথায় সামিয়া খাতুন (১৪) নামে এক কিশোরী গৃহবধূর মৃত্যু হয়েছে। স্বামীর পরিবার থেকে স্বাভাবিক মৃত্যুর কথা বলা হলেও তা মানতে নারাজ ওই কিশোরীর পরিবার। তাদের দাবি, হত্যা করা হয়েছে সামিয়াকে।

শুক্রবার (১৫ আগস্ট) রাতে উপজেলার শিলাইদহ ইউনিয়নের মির্জাপুর এলাকায় এ ঘটনা ঘটে ।

মৃত সামিয়া উপজেলার যদুবয়রা ইউনিয়নের বিলকাঠিয়া গ্রামের আনিসুর রহমানের মেয়ে ও মির্জাপুর এলাকার জীবনের স্ত্রী।

নিহতের স্বজনরা জানান, সামিয়ার সঙ্গে সাহেব আলীর ছেলে জীবনের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। ছয় মাস আগে তাদের পারিবারিকভাবে বিয়ে হয়। বিয়ের কিছুদিন পর থেকেই সামিয়া ও জীবনের মধ্যে পারিবারিক কলহ শুরু হয়। বিষয়টি নিয়ে একাধিকবার উভয় পরিবার বসে সমাধানের চেষ্টা করেন।

শনিবার সকালে সামিয়ার মৃত্যুর খবর পায় তার স্বজনেরা। তারা জীবনের বাড়িতে গিয়ে সামিয়ার লাশ ঘরের বারান্দায় পড়ে থাকতে দেখেন।

কুমারখালী থানার পরিদর্শক (তদন্ত) আমিরুল ইসলাম বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট আসার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

রিতু আক্তার । বার্তা বিভাগ


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরোও