চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: ইয়াসিন আরাফাত
“জুলাই বাংলাদেশের জন্য একটি বেদনাবিধুর অথচ গৌরবময় মাস। এ মাসে দেশের তরুণ সমাজ বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছিল ফ্যাসিবাদের কালো ছায়া দূর করতে, গণতন্ত্র পুনরুদ্ধার করতে”—এই চেতনাকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জে অনুষ্ঠিত হলো “জুলাই শহীদ দিবস-২০২৫” উপলক্ষে আলোচনা সভা।
বুধবার (১৬ জুলাই) বেলা সাড়ে ১১টায় জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক মো. আব্দুস সামাদ।
বক্তারা বলেন, “জুলাই মাস আমাদের জাতীয় ইতিহাসে প্রতিরোধের প্রতীক। এ মাসেই শহীদ আবু সাইদ, শহীদ মুগ্ধসহ শত শত তরুণ ফ্যাসিবাদী শাসন ও দমননীতির বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলেন। তারা গণতন্ত্র ও মানবাধিকারের পক্ষে নিজের জীবন উৎসর্গ করেছেন।”
বক্তারা আরও বলেন, “তাদের আত্মত্যাগ আমাদের আজকের স্বাধীন গণতান্ত্রিক বাংলাদেশ উপহার দিয়েছে। কিন্তু সেই আত্মত্যাগের ইতিহাস আজও অনেকের অজানা। নতুন প্রজন্মকে ইতিহাস জানাতে হবে। তাদের শেখাতে হবে যে, স্বাধীনতা শুধু একটি তারিখ নয়—এটি একটি রক্তঝরা সংগ্রামের ফল।”
আলোচনায় অংশ নেওয়া বক্তারা বলেন, “বাংলাদেশ যেন আবার কোনো অপশক্তির হাতে বিপন্ন না হয়, সে লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। শহীদদের রক্ত যেন বৃথা না যায়, সেই দায় আমাদের সকলের।”
জেলা প্রশাসক মো. আব্দুস সামাদ বলেন, “শহীদদের আত্মত্যাগকে স্মরণীয় রাখতে হবে শুধু আনুষ্ঠানিকতায় নয়, মননে ও কর্মে। আমাদের সমাজ ব্যবস্থায় ন্যায়বিচার, সমতা ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় সকলে মিলে কাজ করতে হবে।”
অনুষ্ঠানের শেষ পর্যায়ে শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয় এবং দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।