চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ ইয়াসিন আরাফাত
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সোনামসজিদ কয়লাবাড়ি এলাকায় মাইনুল ইসলাম হত্যা মামলায় পিতা ও তার দুই পুত্রকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তিন আসামির প্রত্যেককে ১০ হাজার টাকা করে অর্থদণ্ড, অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড প্রদান করা হয়েছে।
রায়টি ঘোষণা করেন চাঁপাইনবাবগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের মাননীয় বিচারক মোঃ মিজানুর রহমান। সোমবার (৭ জুলাই ২০২৫) দুপুরে আসামিদের উপস্থিতিতে আদালত এই রায় দেন।
মোঃ মোস্তফা (৬৫) – পিতা
নয়ন আলী (৪২) – বড় ছেলে
মিলন আলী (২৪) – ছোট ছেলে,
তিনজনই শিবগঞ্জ উপজেলার শাহাবাজপুর ইউনিয়নের কয়লাবাড়ি এলাকার বাসিন্দা, সহিমুদ্দীন মন্ডলের পরিবারভুক্ত।
চাঁপাইনবাবগঞ্জের রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট আবদুল ওদুদ জানান, ২০২১ সালের ২ জুন সন্ধ্যায় কয়লাবাড়ি এলাকায় পূর্ব শত্রুতার জেরে দণ্ডপ্রাপ্ত তিন আসামি একত্রে মাইনুল ইসলামের উপর অতর্কিত হামলা চালায়। তারা দেশীয় অস্ত্র ও লোহার রড দিয়ে মাইনুলকে বেধড়ক মারপিট ও কুপিয়ে গুরুতর আহত করে।
আহতের অবস্থা সংকটজনক হলে তাঁকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় ৬ জুন মাইনুল ইসলাম মৃত্যুবরণ করেন।
পরে নিহতের ছেলে মাইনুর রহমান বাদী হয়ে শিবগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলাটি তদন্ত করেন থানার উপ-পরিদর্শক বরুন সরকার, যিনি ২০২১ সালের ৩০ সেপ্টেম্বর আদালতে অভিযোগপত্র দাখিল করেন।
দীর্ঘ সময়ের স্বাক্ষ্যগ্রহণ, শুনানি ও নথিপত্র যাচাইয়ের পর আদালত আসামিদের বিরুদ্ধে অপরাধ সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে বলে রায়ে উল্লেখ করেন। সেই প্রেক্ষিতে তিনজনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
তবে মামলার অপর দুই আসামির বিরুদ্ধে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত না হওয়ায় আদালত তাদের বেকসুর খালাস প্রদান করেন।
এই রায় ঘোষণার পর এলাকার সাধারণ মানুষের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া লক্ষ্য করা গেছে। অনেকে বিচারকে ন্যায়বিচার প্রতিষ্ঠার দৃষ্টান্ত হিসেবে দেখছেন।
এদিকে নিহতের পরিবার থেকে রায়কে স্বাগত জানানো হলেও, তারা বলেন যে তারা এই হত্যার পেছনে অন্য সহযোগীদেরও বিচারের আওতায় আনার দাবি রাখেন।