• শুক্রবার, ০৯ জানুয়ারী ২০২৬, ০৯:৩৮ অপরাহ্ন

করোনায় আক্রান্ত হয়ে কিশোরসহ ২ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক : / ১১১ পাঠক
আপডেট রবিবার, ২২ জুন, ২০২৫

নিজস্ব প্রতিবেদক :

চট্টগ্রামে প্রাণঘাতি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এক কিশোরসহ আরও দুজনের মৃত্যু হয়েছে। এই নিয়ে করোনায় মৃতের সংখ্যা দাঁড়াল ৪ জনে। রবিবার (২২ জুন) এ তথ্য জানিয়েছে জেলা সিভিল সার্জন কার্যালয়।

মারা যাওয়া দুজন হলেন চট্টগ্রামের পটিয়া উপজেলার মো. ইরশাদ (১৪) ও কর্ণফুলী উপজেলার বাসিন্দা ইয়াছমিন আক্তার (৪৫)।

সিভিল সার্জন কার্যালয় জানায়, করোনা শনাক্ত হলেও ইরশাদ কিডনি রোগে এবং ইয়াছমিন ফুসফুসে সংক্রমণ জটিলতায় ভুগছিলেন। পাশাপাশি তার (ইয়ামিন) যক্ষ্মাও ধরা পড়ে। দুজনই চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আইসিইউতে ভর্তি ছিলেন। সেখানেই তারা মৃত্যুবরণ করেন।

সূত্রটি জানায়, গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ১২ জনের করোনা শনাক্ত হয়েছে। এ দিন ১২টি ল্যাবে পরীক্ষা করা হয়। এর মধ্যে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ, এপিক হেলথ কেয়ার, মেট্রোপলিটন হাসপাতাল ও ন্যাশনাল হাসপাতাল ল্যাবে করোনা পরীক্ষায় ১ জন করে, ইম্পেরিয়াল হাসপাতালে ৪ জন, শেভরন ও পার্কভিউ হাসপাতালে ২ জনের করোনা শনাক্ত হয়। এখন পর্যন্ত মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৭৪ জন। এর মধ্যে নগরে শনাক্তের সংখ্যা বেশি।

অনলাইন ডেস্ক / বার্তা বিভাগ।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরোও