• শুক্রবার, ০৯ জানুয়ারী ২০২৬, ০৯:৪০ অপরাহ্ন

ওসি কাজ না করলে থানায় দরকার নেই: পুলিশ সুপার

নিজস্ব প্রতিবেদক : / ১৭৫ পাঠক
আপডেট বুধবার, ২৮ মে, ২০২৫

নিজস্ব প্রতিবেদক :

মৌলভীবাজার জেলার পুলিশ সুপার এম কে এইচ জাহাঙ্গীর হোসেন বলেছেন, থানার ওসি যদি মানুষের জন্য কাজ না করে, সঠিক নাগরিক সেবা দিতে না পারে তাহলে থানায় থাকার দরকার নেই। এসি রুমে বসে থাকার জন্য আমাদেরকে সরকার পাঠায়নি। এত সুযোগ সুবিধা দিচ্ছে শুধু শুধু এসি রুমে বসে থাকার জন্য নয়। মানুষের সঠিক সেবা প্রদান করতে হবে।

সোমবার রাতে শ্রীমঙ্গল থানায় ওপেন হাউজ ডে অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

তিনি জানান, প্রয়োজনে থানার ডিউটি অফিসারের কক্ষ থেকে সেবাপ্রার্থীরা এখন থেকে সরাসরি পুলিশ সুপারের সাথে ভিডিও কলে কথা বলতে পারবেন। এছাড়া খুব শিগগিরই জেলায় অনলাইন জিডি চালু হচ্ছে। ঘরে বসেই যে কেউ জিডি করতে পারবেন।

পুলিশ সুপার বলেন, মৌলভীবাজার জেলা পুলিশ জেলার নাগরিকদের সেবা প্রদানে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আমরা আমাদের সেবা আপনাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য নতুন কিছু কার্যক্রম চালু করতে যাচ্ছি।

ওপেন হাউস ডে- তে শ্রীমঙ্গল শহরের ব্যবসায়ী, রাজনীতিবিদ, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ নেন।

তারা পর্যটন কেন্দ্রিক এই শহরে মাদক, চুরি, ছিনতাই, ডাকাতি, যানজট এবং পর্যটকদের নিরাপত্তার জন্য পুলিশের কার্যকর ভূমিকা কামনা করেন। একই সাথে থানায় সেবা পেতে যাতে কোন রকম হয়রানি না হয় সেদিকে পুলিশ সুপারের দৃষ্টি আকর্ষণ করেন।

ওসির উদ্দেশ্যে পুলিশ সুপার বলেন, অভিযোগ বক্সটা যেন থানার বাইরে গেটের পাশে রাখা হয়। অনেকেরই পুলিশের বিরুদ্ধে অভিযোগ থাকে তারা ভিতরে ঢুকতে চায় না। তারা যেন অভিযোগ বক্সে তাদের বিষয়বস্তু রেখে যেতে পারেন।

ওপেন হাউজ ডে-তে সভাপতিত্ব করেন শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আমিনুল ইসলাম।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আসিফ মহিউদ্দীন, পিপিএম সহকারী পুলিশ সুপার শাকিলসহ থানার অন্যান্য কর্মকর্তাগণ।

অনলাইন ডেস্ক / বার্তা বিভাগ।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরোও