• মঙ্গলবার, ০৮ এপ্রিল ২০২৫, ০৬:১৮ অপরাহ্ন

তিন দফা দাবিতে নোয়াখালীতে প্রাথমিক শিক্ষকদের মানববন্ধন

অনলাইন  ডেস্ক ।। বাংলাপত্রিকা.কম / ১১ পাঠক
আপডেট সোমবার, ১৭ মার্চ, ২০২৫
ছবি : সংগৃহীত

অনলাইন  ডেস্ক ।। বাংলাপত্রিকা.কম

অর্থ মন্ত্রণালয়ের ২০২০ সালের ১২ আগস্টের চিঠি বাতিল ও জৈষ্ঠতার ভিত্তিতে পদোন্নতিসহ তিন দফা দাবিতে নোয়াখালীতে জাতীয়করণকৃত প্রাথমিক শিক্ষকদের মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 

আজ সোমবার দুপুরে মানববন্ধন শেষে তারা জেলা প্রশাসক কার্যালয়ের সামনে সমবেত হন। এ সময় শিক্ষক নেতারা অর্থ মন্ত্রণালয়ের ইস্যুকৃত ২০২০ সালের ১২ আগস্টের চিঠি বাতিল ও জ্যেষ্ঠতার ভিত্তিতে পদোন্নতিসহ তিন দফা দাবি মেনে নেওয়ার জন্য প্রধান উপদেষ্টাসহ শিক্ষা সচিবের কাছে দাবি জানান। অন্যথায় কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন।

এ সময় জেলা প্রাথমিক শিক্ষক সমিতির আহ্বায়ক মোহাম্মদ আলী আক্কাছ, জেলা যুগ্ন আহ্বায়ক আবুল হোসেন আজাদ, আব্দুল হালিম, আব্দুল মালেক, আব্দুর রহিম, মো. আব্দুল্লাহ, হারুনুর রশিদ, মোহাম্মদ আলমগীর, নুরুদ্দিন, আব্দুল হাকিম,  মারজাহান আক্তারসহ শিক্ষক ও শিক্ষক প্রতিনিধিরা বক্তব্য দেন।মানববন্ধন শেষে তারা জেলা প্রশাসক বরাবর একটি স্মারকলিপি প্রদান করেন।

বার্তা বিভাগ


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরোও