• মঙ্গলবার, ০১ এপ্রিল ২০২৫, ০২:২৭ পূর্বাহ্ন

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২য় ক্যাম্পাসের দ্বায়িত্ব গ্রহণ সেনাবাহিনীর

ক্যাম্পাস প্রতিনিধি || জগন্নাথ বিশ্ববিদ্যালয় ঢাকা / ৩২ পাঠক
আপডেট বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫

ক্যাম্পাস প্রতিনিধি || জগন্নাথ বিশ্ববিদ্যালয় ঢাকা:

২০১৮ সালে জগন্নাথ বিশ্ববিদ্যালয় দ্বিতীয় ক্যাম্পাস প্রকল্পটি অনুমোদিত হয়। ২০২৬ সালে এর কাজ শেষ হওয়ার কথা থাকলেও ঠিকাদারি প্রতিষ্ঠান এর মেয়াদ বাড়িয়েছে চার বার।গত ৬ বছরেও এই কাজের দৃশ্যমান কোনো অগ্রগতি হয়নি।

এজন্য জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরেই আন্দোলন করে আসছিলেন। গত ৫ই আগস্ট স্বৈরশাসক শেখ হাসিনার পতনের পর এ আন্দোলন আরো বেগবান হয়ে ওঠে। এর পরিপ্রেক্ষিতে গত ১২ই জানুয়ারি শিক্ষার্থীরা তিন দফা দাবি নিয়ে অনশন শুরু করেন। ১২ ই জানুয়ারি রাতে শিক্ষার্থীরা গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাদেরকে ঢাকা ন্যাশনাল মেডিকেল এ নেওয়া হয়।

পরে বিশ্ববিদ্যালয় ভিসি প্রক্টর সহ অন্যান্য শিক্ষকবৃন্দ এই আন্দোলনের সাথে একাত্মতা পোষণ করেন।
গত ১৩ই জানুয়ারি তিন দফা দাবি নিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সচিবালয় অভিমুখে রওনা করেন এবং সচিবালয় ঘেরাও করেন। শিক্ষার্থীদের দাবির মুখে দুই ঘন্টা পর ১৫ই জানুয়ারি বেলা ১১ টা ৩০ মিনিটে এ বিষয়ে জরুরি মিটিং এর ঘোষণা করেন।

এ মিটিং এর পর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ডক্টর তাজামুল হক একাধিক সূত্রে এ বিষয়টি নিশ্চিত করেছেন যে, বাংলাদেশ সেনাবাহিনী জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাসের কাজটি গ্রহণ করতে সম্মতি জানিয়েছেন। তিনি আরও নিশ্চিত করেন শিক্ষার্থীদের অস্থায়ী আবাসনের দায়িত্বটিও সেনাবাহিনী গ্রহণ করবেন এবং আগামী ১৯ জানুয়ারি সেনাবাহিনী জগন্নাথ বিশ্ববিদ্যালয় দ্বিতীয় ক্যাম্পাসটি পরিদর্শন করবেন।

বার্তা বিভাগ || বাংলাপত্রিকা ডটকম


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরোও