লিয়াকত লিখন ।। নিজস্ব প্রতিবেদক
আগামীকাল (সোমবার) থেকে শুরু হচ্ছে বিপিএলের একাদশ আসর। মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে বেলা দেড়টায় উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল ও দুর্বার রাজশাহী। টুর্নামেন্টের আগে শেষ মুহূর্তে দলগুলো স্কোয়াড শক্তিশালী করতে দলে ভিড়িয়েছে কয়েকজন দেশি ক্রিকেটার।
ঢাকা ক্যাপিটালস তাদের দলে নিয়েছে অলরাউন্ডার আলাউদ্দিন বাবুকে, যিনি সদ্য সমাপ্ত এনসিএলে দারুণ পারফর্ম করেছেন।
ঢালিউড সুপারস্টার শাকিব খানের দল ঢাকা ক্যাপিটালসের হয়ে খেলবেন আলাউদ্দিন বাবু। সদ্য সমাপ্ত এনসিএলে দারুণ অলরাউন্ড পারফর্ম করেছেন তিনি। তারই ফল পেলেন এবার। গতকাল ঢাকার হয়ে নাম লিখিয়েছেন বাবু। এদিকে দুর্বার রাজশাহী দলে শেষ মুহূর্তে ডাক পেয়েছেন আরেক অলরাউন্ডার মৃত্যুঞ্জয় চৌধুরি।
এর শনিবার সিলেট স্ট্রাইকার্সের হয়ে এবারের বিপিএলে খেলার ডাক পান স্পিনার টিপু সুলতান। ইতোমধ্যে তিনি দলের সঙ্গেও যোগ দিয়েছেন। সবমিলিয়ে শেষমুহূর্তেও নিজেদের মতো করে স্কোয়াডের শক্তি বৃদ্ধিতে তোড়জোড় চালাচ্ছে দলগুলো।
এবার জমকালো আয়োজনে ফ্র্যাঞ্চাইজি আসরটি আয়োজনের ঘোষণা দিয়েছিল বিসিবি। কিন্তু শেষ মুহূর্তেও তাদের অগোছালো কর্মকাণ্ডে ক্ষুব্ধ বাংলাদেশের ক্রিকেটভক্তরা। মাঠের খেলায় সেই আমেজ ফিরে আসে কিনা সেটি আগামী কয়েকদিনেই টের পাওয়া যাবে!
বার্তা বিভাগ