কামাল উদ্দিন টগর, নওগাঁ প্রতিনিধিঃ-
নওগাঁর আত্রাইয়ে শীতার্ত কুলি ও ভাসমান বেদে সম্প্রদায়ের মাঝে নওগাঁ জেলা প্রশাসকের কম্বল বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) সকালে আত্রাই উপজেলা পরিষদ মাঠে দুই শতার্ধীক কুলি ও ভাসমান বেদে সম্প্রদায়ের মাঝে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কম্বল বিতরণ করেন নওগাঁ জেলা প্রশাসক মোহম্মাদ আব্দুল আউয়াল।
আত্রাই উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত কম্বল বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ কামাল হোসেন।
এ সময় উপস্থিত ছিলেন আহসানগঞ্জ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শেখ মন্জুরুল ইসলাম মন্জু,পাঁচুপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও জামায়েত ইসলাম বাংলাদেশ আত্রাই উপজেলা শাখার আমির সাংবাদিক মোঃ খবিরুল ইসলাম,ভোঁপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ নাজিম উদ্দিন মন্ডল, মনিয়ারী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ সম্রাট হোসেন, বিশা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ তোফাজ্জল হোসেন তোফা,ইউনাইটেড প্রেস ক্লাব ,আত্রাই ,নওগাঁ সভাপতি সাংবাদিক একেএম কামাল উদ্দিন টগর, সাবেক মুক্তি যোদ্ধা কমন্ডার বীর মুক্তি যোদ্ধা আব্দুল মান্নান, সাবেক মুক্তি যোদ্ধা কমন্ডার বীর মুক্তি মোঃ আব্দুল মালেক মোল্লা, বীর মু্ক্তি যোদ্ধা নীরের্দ্র নাথ
দাশ,বীর মুক্তি যোদ্ধা মোঃ আনিছুর রহমানসহ বিভিন্ন দপ্তরের অফিসারবৃন্দ উপস্থিত ছিলেন।
কম্বল বিতরণ অনুষ্ঠান শেষে জেলা প্রশাসক ভূমি সেবাসহজীকরণ বিষয়ক কর্মশালায় যোগদেন এবং উপজেলা পরিষদ চত্বরে বৃক্ষ রোপন করেন। এছাড়া জেলা প্রশাসকের রুটিন অনুসারে আত্রাই থানা আহসানগঞ্জ তহসিল অফিস, মোল্লা আজাদ সরকারি কলেজের অধ্যক্ষ সহ সকল কর্মকর্তা কর্মচারীদের সাথে এক মতবিনময় সভায় যোগ দেন।
লিয়াকত লিখন/বার্তা বিভাগ