কামাল উদ্দিন টগর, নওগাঁ প্রতিনিধিঃ-“
১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে নওগাঁর আত্রাইয়ে উপজেলা পরিষদ হল রুমে সোমবার সন্ধ্যায় উপজেলা প্রশাসন আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ কামাল হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) সিনথিয়া হোসেন, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ অভিজিৎ তালুকদার, উপজেলা যুব উন্নয়ন অফিসার এস এম নাসির উদ্দিন,উপজেলা পল্লী উন্নয়ন অফিসার (বিআরডিবি) মীর তোফাজ্জল হোসেন, উপজেলা মহিলা বিষয়ক অফিসার মোয়াজ্জেম হোসেন, ইউনাইটেড প্রেস ক্লাব, আত্রাই নওগাঁ সভাপতি সাংবাদিক একেএম কামাল উদ্দিন টগর,উপজেলা সমাজ সেবা অফিসার সোহেল রানা প্রমূখ।
অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন ছাত্র-ছাত্রীরা ভূল পথে পরিচালিত হচ্ছে কিনা এবং মাদকের সাথে জড়িত হচ্ছে কিনা এই বিষয়গুলোতে অভিভাবকদের খেয়াল রাখতে হবে। আত্রাই উপজেলার সাংস্কৃতিক মনা ছাত্র-ছাত্রী, যুবক-যুবতীরা, ভবিষতে বাংলাদেশের যে কোন জায়গায় যেন চ্যালেঞ্জ মোকাবেলা করতে পারে সেই ভাবে নিজেদেরকে গড়ে তুলতে হবে। ছাত্র-ছাত্রীরা আগামী দিনের ভবিষ্যৎ তাই তাদের সুন্দর মন নিয়ে বেড়ে উঠতে হবে। অনুষ্ঠান শেষে প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার মোঃ কামাল হোসেন মহান বিজয় দিবসের বিভিন্ন ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন।
লিয়াকত লিখন/বার্তা বিভাগ