সিনিয়র রিপোর্টার:
আজ বৃহস্পতিবার কক্সবাজার-সেন্টমার্টিন নৌপথে পর্যটকবাহী জাহাজ চলাচল শুরু হওয়ার কথা থাকলেও যাত্রী সংকটের কারণে প্রথম দিনেই যাত্রা বাতিল করতে হয়েছে। ৩৫০ জন যাত্রী ধারণক্ষমতা থাকলেও মাত্র তিনজন যাত্রী টিকিট সংগ্রহ করায় জাহাজ মালিক পক্ষ প্রথম দিনের যাত্রা বাতিল করতে বাধ্য হয়েছে।গত সোমবার জেলা প্রশাসকের কাছে আবেদনের পরিপ্রেক্ষিতে পর্যটকবাহী জাহাজ চলাচলের জন্য ‘কেয়ারি সিন্দাবাদ’ নামের একটি জাহাজকে জেলা প্রশাসনের পক্ষ থেকে অনুমতি দেওয়া হয়। যেটি আজ বৃহস্পতিবার কক্সবাজার শহরের উত্তর নুনিয়াছড়ার বিআইডাব্লিউটিএর ঘাট থেকে সেন্টমার্টিন যাওয়ার কথা ছিল।
কেয়ারি সিন্দাবাদের কক্সবাজার ইনচার্জ নুর মোহাম্মদ সিদ্দিকী জানিয়েছেন, বৃহস্পতিবার থেকে কক্সবাজার শহরের বাঁকখালী নদীর নুনিয়াছড়াস্থ বিআইডাব্লিউটিএ জেটি ঘাট দিয়ে জাহাজ ছাড়ার অনুমতি ছিল। কিন্তু যাত্রীসংকটের কারণে সেন্টমার্টিনের উদ্দেশে জাহাজ ছাড়া সম্ভব হচ্ছে না।নুর মোহাম্মদ সিদ্দিকীর মতে, কেয়ারি সিন্দাবাদ জাহাজে যাত্রী ধারণ ক্ষমতা ৩৫০ জন। কিন্তু বুধবার রাত পর্যন্ত সেন্টমার্টিন যেতে ইচ্ছুক যাত্রীর টিকিট বুকিং দিয়েছেন মাত্র তিনজন।তাই যাত্রী সংকটের কারণে বৃহস্পতিবার জাহাজটি না ছাড়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে ১ ডিসেম্বর থেকে সেন্টমার্টিনগামী পর্যটকবাহী জাহাজ চলাচল শুরু হবে।
ইসরাত স্মৃতি/বার্তা বিভাগ