• সোমবার, ০৫ জানুয়ারী ২০২৬, ১১:৪২ পূর্বাহ্ন

পেছাতে পারে ২০২৬ সালের এসএসসি পরীক্ষা

বাংলাপত্রিকা অনলাইন ডেস্ক / ১৫ পাঠক
আপডেট রবিবার, ২১ ডিসেম্বর, ২০২৫

২০২৬ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা নির্ধারিত সময়ের চেয়ে দুই থেকে তিন মাস পিছিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি সূত্রে জানা গেছে, আগামী বছরের এপ্রিলের শেষ দিকে অথবা মে মাসের শুরুতে এই পরীক্ষা আয়োজন করা হতে পারে। আগামী এক সপ্তাহের মধ্যেই পরীক্ষার রুটিনসহ সংশ্লিষ্ট সব সিদ্ধান্ত চূড়ান্ত হতে পারে।

সংশ্লিষ্টরা জানান, ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সাধারণত ফেব্রুয়ারি মাসেই এসএসসি পরীক্ষা শুরু হলেও জাতীয় নির্বাচনের সময় দেশের বহু শিক্ষাপ্রতিষ্ঠান ভোটকেন্দ্র হিসেবে ব্যবহৃত হয়। এ কারণে ওই সময়ে পরীক্ষা নেওয়া বাস্তবসম্মত নয়। ফলে এসএসসি ও সমমানের পরীক্ষা পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত আসতে পারে।

এর আগেও নানা কারণে এসএসসি পরীক্ষা নির্ধারিত সময় থেকে পিছিয়েছে। ২০২০ সাল পর্যন্ত নিয়মিতভাবে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে এসএসসি পরীক্ষা শুরু হয়ে মার্চের মধ্যেই শেষ হতো। তবে ২০২১ সালে করোনাভাইরাস মহামারির কারণে সেই ধারায় বড় পরিবর্তন আসে এবং ওই বছর নভেম্বর মাসে পরীক্ষা অনুষ্ঠিত হয়।

পরবর্তী সময়ে ২০২২ সালে পরীক্ষা নেওয়া হয় ১৫ সেপ্টেম্বর থেকে এবং ২০২৩ সালে শুরু হয় ৩০ এপ্রিল। সর্বশেষ ২০২৪ সালে এসএসসি পরীক্ষা আবার স্বাভাবিক সময়সূচিতে ফিরে আসে এবং ১৫ ফেব্রুয়ারি থেকে শুরু হয়। তবে জাতীয় নির্বাচনের কারণে ২০২৬ সালে পরীক্ষাটি পুনরায় কয়েক মাস পিছিয়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

এ বিষয়ে আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির আহ্বায়ক এবং ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার জানান, চলতি সপ্তাহ অথবা আগামী সপ্তাহে বোর্ডের একটি গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ওই সভায় এসএসসি পরীক্ষার তারিখ ও রুটিন চূড়ান্ত করা হবে। চলতি মাসের মধ্যেই পরীক্ষার রুটিন প্রকাশ করা হবে বলেও জানান তিনি।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরোও